
দেশের তিন জেলার কিছু স্থানে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ রবিবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সংস্থাটি এ কথা জানায়।
এতে বলা হয়, আজ বিকেল ৪টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৭টার মধ্যে নেত্রকোনা, সুনামগঞ্জ ও শেরপুর জেলার কিছু স্থানে ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি/শিলাবৃষ্টি হতে পারে।