ডায়ালপ্যাড পরিবর্তনের ঝামেলায় পড়বেন না যেসব ফোনের ব্যবহারকারীরা

সম্প্রতি অনেক মোবাইল ফোনেই ডায়ালপ্যাড পরিবর্তন হয়ে গেছে। এতে বিড়ম্বনায় পড়েছেন অনেক ব্যবহারকারী। কিছু ব্যবহারকারী অবশ্য নতুন ডায়ালপ্যাডের ডিজাইন পছন্দও করেছেন। 

তবে, সব মোবাইল ফোনেই কিন্তু এ পরিবর্তন হয়নি বা হচ্ছে না। যে সমস্ত স্মার্টফোন ‘ডিফল্ট গুগল ডায়ালার’ ব্যবহার করে শুধু সেসব মোবাইল ফোনেই এ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

হঠাৎ ডায়ালপ্যাডের এমন পরিবর্তনের পেছনে মূলত কারণ হিসেবে রয়েছে ‘মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’ ডিজাইন ভাষা। ফোন অ্যাপে নিয়মিত আপডেট করতে ‘গুগল ডায়ালার’ চলতি মাসে ভার্সন ১৮৬ থেকে ১৮৮ এর মধ্যে নতুন ডিজাইনটি বিশ্বব্যাপী ধাপে ধাপে উন্মুক্ত করেছে। আর এ কারণেই কিছু কিছু মোবাইল ফোনের ডায়ালপ্যাড এবং ইনকামিং কল স্ক্রিনে এসেছে পরিবর্তন। গুগল বলছে, ফোনে আধুনিক, স্টাইলিশ ও ব্যবহারবান্ধব পরিবর্তন আনছে তারা। 

খোঁজ নিয়ে জানা যায়, যেসব মোবাইল ফোন কোম্পানি কল ডায়ালের জন্য ‘ডিফল্ট গুগল ডায়ালার’ ব্যবহার করে যেমন রিয়েল মি, অপো, ওয়ান প্লাস, মোটোরোলা, রেডমি প্রতিষ্ঠানের মোবাইল ফোনের ডায়াল প্যাড পরিবর্তন হয়েছে।

কিন্তু ভিভো, স্যামস্যাং, আইফোনের ডায়ালপ্যাডে এ পরিবর্তন দেখা যাচ্ছে না। কারণ এসব প্রতিষ্ঠানের মোবাইল ফোনগুলোতে ‘নিজস্ব ডায়ালার’ ব্যবহার করা হয়। ‘গুগল ডায়ালার’র ব্যবহার না করায় এসব ফোনের ডায়ালপ্যাডে কোনো পরিবর্তন হয়নি।

তবে, ভিভো, স্যামস্যাং, আইফোনের মতো ‘নিজস্ব ডায়ালার’ ব্যবস্থা থাকা কোম্পানিগুলোর মোবাইল ব্যবহারকারীরাও চাইলে গুগল ডায়ালারের পরিবর্তন উপভোগ করতে পারবেন। এজন্য তারা ফোনের সেটিংয়ে ‘গুগল অটো আপডেট’ অপশন অন করে দেখতে পারেন।

আবার, গুগল ডায়ালারের অটো আপডেটের কারণে ফোনপ্যাডের পরিবর্তন যাদের ভালো লাগছে না, বা যারা নতুন পরিবর্তনে অভ্যস্ত হতে চাইছেন না, তারা মোবাইল ফোনের ডায়ালপ্যাড আগের মত করে নিতে পারেন। এজন্য গুগল প্লে স্টোরে গিয়ে ‘গুগল ডায়ালার’ বা ‘ফোন বাই গুগল’ সার্চ করে লেটেস্ট আপডেটটা ‘আনইনস্টল’ করতে পারেন। মোবাইল ফোনের ডায়ালপ্যাড আগের মতো হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *