৪৪ বছরের ইতিহাসে প্রথম: আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নতুন ধারা!

১৯৮১ সাল থেকে টানা ৪৪ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্বে থাকা শেখ হাসিনা প্রথমবারের মতো দলের ভবিষ্যত নেতৃত্বকে কেন্দ্র করে স্পষ্ট পরিকল্পনা নিচ্ছেন। দীর্ঘ এক বছর ভারত সরকারের ‘অতিথি’ হিসেবে দিল্লিতে অবস্থানের কারণে রাজনৈতিকভাবে সীমিত থাকায় এবং বয়সজনিত কারণে তিনি এবার নিজের ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে কেন্দ্র করে একটি পারিবারিক নেতৃত্ব কাঠামো তৈরি করছেন।

সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়মিত দলীয় অবস্থান তুলে ধরছেন এবং ‘দলের মুখপাত্র’ হিসেবেও দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচালক পদ থেকে অনির্দিষ্টকালীন ছুটিতে থাকাকালীন সরাসরি রাজনীতিতে যুক্ত হয়েছেন। তিনি দলের অভ্যন্তরীণ দায়িত্ব, ভাষণ প্রস্তুতি, কর্মসূচি পরিকল্পনা এবং কূটনৈতিক বৈঠকে শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

শেখ হাসিনার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও সহায়ক ভূমিকা পালন করবেন। এই নতুন নেতৃত্ব কাঠামো অনেকটা ভারতের কংগ্রেস দলের মডেলের মতো, যেখানে সোনিয়া গান্ধীর পেছনে থেকে ছেলে রাহুল গান্ধী এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী নেতৃত্বে রয়েছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। ওবায়দুল কাদের কাগজে-কলমে সাধারণ সম্পাদক হলেও ভারতে অবস্থানরত তিন নেতা—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাহাউদ্দিন নাসিম এবং জাহাঙ্গীর কবির নানক—দলের কার্যক্রম সামলাচ্ছেন। দিল্লিতে শেখ হাসিনা ও সায়মা, ভার্জিনিয়ায় সজীব ওয়াজেদ এবং কলকাতায় এই তিন নেতা সমন্বয়ের মাধ্যমে দল চালাচ্ছেন।

বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগ মূলত পরিবারকেন্দ্রিক দল। তাই শেখ হাসিনার পারিবারিক নেতৃত্ব কাঠামোই দলের ভবিষ্যতের জন্য প্রাসঙ্গিক এবং কার্যকর হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *