ভিপি আসনে হাড্ডাহাড্ডি লড়াই, কে হচ্ছেন ডাকসুর ভিপি?

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। মঙ্গলবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। শুধু ঢাবি ক্যাম্পাস নয়, পুরো দেশজুড়েই তৈরি হয়েছে নির্বাচনী উত্তেজনা। সবার মুখে একটাই প্রশ্ন কে হচ্ছেন ডাকসুর ভিপি?

আওয়ামী লীগের দেড় দশকের একক আধিপত্যের পর ২০২৪ সালের ছাত্রজনতার জাগরণ রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দেয়। পতন ঘটে দীর্ঘ ১৬ বছরের শাসনের, এবং দমন–পীড়নে স্তব্ধ হয়ে থাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নতুন করে সক্রিয় হয় বিভিন্ন ছাত্র সংগঠন। এর ধারাবাহিকতায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন।

ভোট গ্রহণ চলার সময় ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রতিশ্রুতির চেয়ে যোগ্য প্রার্থীই হবেন তাদের প্রথম পছন্দ। তারা বলছেন, জাতীয় নির্বাচনের আগে জীবনের প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা হিসেবে ডাকসু নির্বাচন তাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

ভিপি পদ নিয়ে শুরু থেকেই আলোচনায় উঠে এসেছে বেশ কয়েকটি নাম। এর মধ্যে রয়েছেন বিএনপি–সমর্থিত ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান, শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম, ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা, বাগচাসের আব্দুল কাদের, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ও উমা ফাতিমা। মাঠ পর্যবেক্ষণে দেখা গেছে, ভিপি পদে মূল লড়াই হতে পারে আবিদুল ইসলাম খান, আবু সাদিক কায়েম এবং শামীম হোসেনের মধ্যে। তবে শেষ কথা বলবে নির্বাচনের ফলাফল।

তফসিল ঘোষণার পর থেকেই জোর প্রচারণায় নেমেছিলেন প্রার্থীরা। নানা আশ্বাসের ঝুড়ি নিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করেন তারা। শিক্ষার্থীদের আশা, নির্বাচিত নেতৃত্ব তাদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।

ডাকসুর মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে পাঁচজন, জিএস পদে একজন এবং এজিএস পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবার ভোট দেবেন মোট ৩৯,৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন।

সবাই এখন তাকিয়ে আছেন ভোটের ফলাফলের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *