ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে যা বললেন জয়

ডাকসু নির্বাচনকে ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরাও এই নির্বাচনকে ভবিষ্যৎ রাজনীতির একটি বড় সূচক হিসেবে দেখছেন। এবার সেই আলোচনায় মত দিলেন জনপ্রিয় অভিনেতা, উপস্থাপক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে জয় লিখেছেন, “ডাকসু নির্বাচনের ফলাফলে ভবিষ্যতের অনেক ইঙ্গিত প্রকাশ পাবে। ডাকসু শুধু ডাকসু নয়। জাতীয় নির্বাচনের আগাম সংবাদ। ভোটগ্রহণ থেকে ফলাফল সবকিছুই হবে ভবিষ্যতের বড় অঙ্ক । শুভকামনা।”

রাজনৈতিক বিশ্লেষকরা আগেই বলেছেন, দীর্ঘ সময় পর ডাকসু নির্বাচন হওয়ায় তা ছাত্র রাজনীতির চিত্র বদলে দিতে পারে। একইসঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের বার্তাও দিতে পারে এই নির্বাচন।

শাহরিয়ার নাজিম জয় মূলত অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক হলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ইস্যুতেও নিজের মতামত প্রকাশ করে থাকেন। ফলে ডাকসু নির্বাচনকে ঘিরে তার মন্তব্যও সবার নজরে পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডাকসুর মতো শিক্ষার্থীদের নির্বাচন দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রাথমিক প্রতিচ্ছবি বহন করে। তাই জয় যেভাবে এটিকে জাতীয় রাজনীতির সঙ্গে তুলনা করেছেন, সেটি নিছক অভিনয়শিল্পীর মন্তব্য নয়—বরং চলমান প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *