জানেন এবার এক লাফে কত কমলো ভরি প্রতি স্বর্ণের দাম, বিনিয়োগকারীদের ঘুম হারাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড়সড় ধস! যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্য চুক্তি ও শুল্ক স্থগিতের ঘোষণার পরই রেকর্ড পরিমাণ কমেছে সোনার দাম।

মাত্র একদিনেই স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০.৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩,৩১১ দশমিক ০৯ ডলারে। একইভাবে গোল্ড ফিউচারের দামও ০.৭ শতাংশ কমে নেমেছে ৩,৩২০ দশমিক ৩০ ডলারে। এমন ধস গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আগামী আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হলেও কিছু দেশের জন্য তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। এই সাময়িক শুল্ক ছাড়ই বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ঠেলে দিয়েছে। ফলে সোনার মতো নিরাপদ বিনিয়োগের চাহিদা কমে গেছে।

এছাড়া, রুপার দাম কমেছে ০.৯ শতাংশ, প্লাটিনামের ২.৪ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১.৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৩৬.৫৮ ডলার, ১,৩৫৮.৬২ ডলার এবং ১,১১৩.২৩ ডলার প্রতি আউন্সে।

বিশ্লেষক কেলভিন ওয়াং মনে করছেন, এখনই সোনার দাম ৩,৩২০ ডলারের আশেপাশে ওঠানামা করবে। তবে যদি ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি আরও কঠোর হয়, তাহলে দাম ৩,৩৬০ ডলারের প্রতিরোধ মাত্রা পার করতে সময় নেবে না।

এই অবস্থায় ব্রিকস জোটকে ইঙ্গিত করে ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়েছেন—‘অ্যান্টি-আমেরিকান’ নীতি সমর্থনকারী দেশগুলোর ওপর বাড়তি ১০% শুল্ক বসানো হবে। যদিও তিনি এই নীতির ব্যাখ্যা দেননি।

বিশ্ববাজারে এই অস্থিরতা ও মূল্যস্ফীতির চাপ আগামী দিনে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সিদ্ধান্তকে পিছিয়ে দিতে পারে। গত সপ্তাহেই ট্রাম্প বড় আকারের করছাড় ও ব্যয় বাড়ানোর আইন পাস করেছেন, যার ফলে আগামী ১০ বছরে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩ ট্রিলিয়ন ডলার ছাড়াতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *